‘ক্রাইম সিন’ হিসেবে হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে বিএনপি কার্যালয়
আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। গতকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে এ হরতালের ঘোষণা দেন। শান্তিপূর্ণ মহাসমাবেশে 'পুলিশের বাধার' প্রতিবাদে আজ হরতাল পালনের ঘোষণা দেন তিনি।
সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির কার্যালয়কে ক্রাইম সিন টেপ দিয়ে ঘেরাও করে রেখেছেন।
রোববার সকাল ৯টা পর্যন্ত বিএনপির কোনো নেতা-কর্মীকে তালাবদ্ধ কেন্দ্রীয় কার্যালয়ে আসতে দেখা যায়নি।
তবে পুলিশের পাশাপাশি বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে দেখা যায়।
এদিকে হরতালকে কেন্দ্র করে ঢাকার ফার্মগেট, বাংলামোটর, কারওয়ান বাজার, আসাদগেট, শ্যামলী, ধানমন্ডি, মোহাম্মদপুর, মহাখালী, উত্তরা এবং মিরপুরের মতো এলাকায় সকাল থেকেই রাস্তায় গণপরিবহন চলাচল কম।
নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার কাকরাইল, পল্টন, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
কল্যাণপুরে পুলিশের টহল দলের নেতৃত্বে থাকা ইনস্পেক্টর আবদুর রহমান বলেন, "ভোর থেকে কল্যাণপুর এলাকায় কোনো মিছিল ছিল না। এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
গতকাল দুপুর ১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। কিন্তু বেলা তিনটার দিকে, পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দের মধ্যে নয়াপল্টনে মহাসমাবেশের মঞ্চ থেকে চলে যেতে বাধ্য হন দলের কেন্দ্রীয় নেতারা।