বিএনপির সভাপতিসহ ৫ জনকে গ্রেপ্তারের অভিযোগ, কাল ভৈরবে সকাল-সন্ধ্যা হরতাল
ডিবি পুলিশ পরিচয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমসহ দলের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। এর প্রতিবাদে এবং আটককৃতদের মুক্তির দাবিতে আগামী রোববার (৫ নভেম্বর) ভৈরব উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে ভৈরব উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচি ঘোষণা করে।
তবে গ্রেপ্তার হওয়া বাকি চারজনের নাম জানা যায়নি।
শরিফুল আলমের বাড়ি কুলিয়ারচর উপজেলা সদরের বেতিয়ারকান্দি গ্রামে। তবে আটকের সময় তিনি ভৈরবের কমলপুরের একটি বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
তবে তাদেরকে আটক করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, বিএনপি নেতা শরীফুল আলমসহ পাঁচজনকে আটকের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. রাসেল শেখ।