বিএনপি-জামায়াতের অবরোধ: একদিনেই দেশের ১৬ স্থানে অগ্নিকাণ্ড ঘটিয়েছে উচ্ছৃঙ্খল জনতা
৩১ অক্টোবর মঙ্গলবার ভোর ৬টা থেকে ১ নভেম্বর (বুধবার) সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ১৬টি স্থানে আগুনের খবর পাওয়া গেছে, জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
এরমধ্যে ঢাকা শহরে ৪টি, ঢাকা বিভাগে ৬টি, চট্টগ্রাম বিভাগে ৩টি ও রাজশাহী বিভাগ ৩টি ঘটনা ঘটে।
এ ঘটনায় ৯টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক, ১টি পিকআপ, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্তই উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ৯টি স্থানে আগুনের খবর পাওয়া গেছে।
এরমধ্যে ঢাকা শহরে (পোস্তগোলা, খিলগাঁও, বারিধারা) ৩টি, ঢাকা বিভাগে (সাভার, গাজীপুর) ২টি, চট্টগ্রাম বিভাগে (কর্ণফুলি, রাঙ্গুনিয়া) ২টি, রাজশাহী বিভাগ (বগুড়া, সিরাজগঞ্জ) ২টি ঘটনা ঘটে।
এসব ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।