নির্বাচনে কাউকে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী
সরকার একটি 'অবাধ ও সুষ্ঠু' নির্বাচনের ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বুধবার (১৫ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কাউকে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না।
'কেউ যদি ভোটে বাধা দিতে চায়, আমরা তা হতে দেব না। কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, আমরা তাদের শাস্তি দেব,' তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন।
রাজনৈতিক সংলাপের জন্য ওয়াশিংটনের আহ্বানের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, বিদেশিরা যা বলছেন তা অপ্রাসঙ্গিক। 'আমরা তাদের কথায় মনোযোগ দিই না, যদি না তা বাস্তবিক এবং যুক্তিসঙ্গত হয়।'
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নির্বাচনপন্থী দল এবং দলটি নির্বাচনে বিশ্বাসী। জনগণ ও তাদের রায়ের ওপর নির্ভর করে এটি নির্বাচনে অংশ নেবে।
মোমেন বলেন, জনগণ অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিসহ তাদের নানা সমস্যাও রয়েছে যা সরকার সমাধানের চেষ্টা করছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় দল কিন্তু তাদের কাজের মাধ্যমে তা প্রমাণ করা উচিত।
বিগত নির্বাচনে বিএনপির খুব খারাপ ফলাফল উল্লেখ করে মোমেন বলেন, বিএনপি যখন আসবে এবং নির্বাচনে অংশ নেবে, তখন বুঝতে পারবে।
বাংলাদেশের সাহস ও আত্মবিশ্বাসের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দলের [বাংলাদেশ আওয়ামী লীগ] দূরদৃষ্টি রয়েছে এবং সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়। 'আমরা মানুষের ওপর নির্ভর করি।'
তিনি বলেন, তারা [আওয়ামী লীগ] অগ্নিসংযোগ করতে চায় না। তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের সম্পত্তি ধ্বংস করেছে এবং ১৫৪টি গাড়িতে আগুন দিয়েছে।
'আমরা অগ্নিসন্ত্রাস সহ্য করব না। জন-সম্পত্তি ও জনগণকে রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা মানুষ হত্যা করতে দেব না,' মোমেন বলেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের মানবাধিকারের সমালোচনা করছেন তারা আসলে ঘুমিয়ে আছেন এবং তারা গাজার চলমান বর্বরতার কথা বলেন না।
বাংলাদেশের ইস্যুতে বিভিন্ন বিবৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'যদি তারা ঘুমিয়ে না থাকেন, তাহলে তারা খুবই পক্ষপাতদুষ্ট।'