নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন কমিশনের ইট খুলে ফেলব: তৃণমূল বিএনপির মহাসচিব
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন কমিশন ভবনের ইট খুলে ফেলার হুমকি দিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে সুষ্ঠু নির্বাচনের। যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে আমরা শক্তিশালী বিরোধী দল গঠন করতে পারব।'
তিনি বলেন, 'আর যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তবে নির্বাচন কমিশনের ইট খুলে ফেলব। নির্বাচন কমিশনের ইট খুলে ফেলবে এ দেশের জনগন। নির্বাচন কমিশন বলতে কোনো প্রতিষ্ঠান থাকবে না।'
তৃণমূল বিএনপি বাংলাদেশের 'দ্বিতীয় বৃহত্তম দল' মন্তব্য করে দলটির মহাসচিব আরও বলেন, 'আমাদের সঙ্গে অনেক এমপি এসেছেন। লোকে-লোকারণ্য তৃণমূল বিএনপির কার্যালয়। আমরা উঁচুতলার লোক পছন্দ করি না, আমরা পেশাজীবীদের জায়গা দিচ্ছি।'
২০১৫ সালে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপি গঠন করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।