নারায়ণগঞ্জে সুতা তৈরির কারখানায় আগুন
নারায়ণগঞ্জের এসএম ট্রেডার্স নামের সুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শহরের মন্ডলপাড়া ও ফতুল্লার হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট। রাত পৌনে আটটা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দমকল কর্মীরা।
কারখানাটি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অবস্থিত। সন্ধ্যা পৌনে ছয়টায় দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়।
কারখানার শ্রমিকরা জানান, 'রাত পৌনে ছয়টার দিকে হটাৎ সুতার স্তূপে আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তেই মধ্যেই আগুনের শিখা বড় আকার ধারণ করে।'
এসময় তাঁরা দৌড়ে বাইরে বেরিয়ে আসেন এবং দমকলকে খবর দেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছাবার আগেই টিনশেড দেয়া কারখানাটির পুরো অংশেই আগুন ছড়িয়ে পরে।
কারখানার মালিকপক্ষ জানিয়েছেন, আগুন লাগার সময়ে কারখানায় প্রায় ১৫ লাখ টাকার সুতা মজুত ছিল।
সুমন নামে এক শ্রমিক বলেন, 'আমি সুতা গোছানোর কাজ করি। হঠাৎ চিৎকার শুনি যে আগুন লাগছে। তখন দৌড়ে বের হয়ে আসি। আমাদের হাতের নাগালে যা ছিল, তা দিয়েই পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি, কিন্তু তাতে কাজ হয়নি। চোখের সামনে পুরো কারখানা পুড়ে গেছে। এখানে সুতা বানাইতো আর স্টক করতো। বহু টাকার ক্ষয়ক্ষতি হইসে।'
নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, 'আগুনের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি আমরা। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং এর কাজ চলছে। সুতার কারখানা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।'
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বলেন, 'ধারণা করা হচ্ছে স্পার্ক বা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।'