অস্ত্রসহ শোডাউন করে মনোনয়নপত্র জমা, পাটমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিল ইসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনে আচরণবিধি অমান্য করে অস্ত্রধারীসহ শোডাউন দিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার ঘটনায় চিঠি দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে এই চিঠি দেন নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি এবং সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামান।
চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সচিত্র প্রতিবেদনে দেখা গেছে– আপনি ২৯ নভেম্বর ব্যানার-ফেস্টুন নিয়ে একজন সশস্ত্র কর্মীসহ বিশাল শোভাযাত্রা করে মনোনয়নপত্র দাখিল করেছেন। যা নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ অনুযায়ী ৮ (খ), ১১ (ঘ) ধারার গুরুতর লঙ্ঘন। এই বিষয়ে, আগামী ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা প্রদানের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গণমাধ্যমে প্রকাশিত অস্ত্রধারী ব্যাক্তি একজন দেহরক্ষী বলে জানিয়েছেন পাটমন্ত্রীর অনুসারীরা। তিনি দস্তগীর গাজীর অনুসারী কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলির দেহরক্ষী হিসেবে কাজ করেন। মন্ত্রীর শোডাউন চলাকালে তিনি শটগান কাঁধে নিয়ে এদিক-ওদিক প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন, যা আচরণবিধির লঙ্ঘন।
অনুসন্ধানী কমিটির উল্লেখিত ধারাগুলো অনুযায়ী, প্রার্থী মনোনয়ন জমাদানকালে কোন শোডাউন করতে পারবেন না এবং অনুমোদন ব্যতিত কেউ অস্ত্রবহন করতে পারবেন না।
বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, "আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় অস্ত্র জব্দ করা হয়েছে। অস্ত্রটির নিবন্ধন বাতিলের উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীকে একটি চিঠি দেয়া হয়েছে বলে জানতে পেরেছি।"