চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় রিটার্নিং কর্মকর্তা জানান, শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহি তার নমুনা ভোটারদের স্বাক্ষর সংবলিত যে তালিকা দিয়েছেন তা দ্বৈবচয়নের ভিত্তিতে ১০টি স্বাক্ষর যাচাই-বাছাই করতে গিয়ে তিনটি স্বাক্ষরের সাথে মিল পাওয়া যায়নি।
এছাড়া, তালিকায় ললিতা মার্ডি নামের একজন ভোটারের অস্তিত্ব ঠিকানা অনুযায়ী খুঁজে পাওয়া যায়নি। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকার ভোটার। তাই তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে, সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এতে মাহিসহ আওয়ামী লীগের স্বতন্ত্র চার প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। অন্য সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।