কাল ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামীকাল সন্ধ্যায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হবে বলে জোটের নেতারা জানিয়েছেন।
১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া রোববার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'প্রধানমন্ত্রী আগামীকাল (সোমবার) সন্ধ্যায় আমাদের ডেকেছেন। আমরা যাব। সেখানে কী বিষয়ে আলোচনা হবে তা আমি এখনও জানি না।'
তবে বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হবে বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, 'জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়েও আলোচনা করা হবে।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত সপ্তাহে বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বরের মধ্যে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্ষমতাসীন দল।
গত ২৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, '১৭ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। এ সময়ের মধ্যে নিজেদের মধ্যে আসন বণ্টন ও সমন্বয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। ওই সময়ের মধ্যে আমরা তা করতে পারব।'
তিনি বলেন, জাতীয় নির্বাচনে 'অনির্বাচনযোগ্য' প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিচক্ষণ সিদ্ধান্ত হবে না।
ওবায়দুল কাদেরের মন্তব্য জোটের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে — ১৪ দলের একাধিক জোটের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের অবশ্যই মনোনয়নপত্র জমা দিতে হবে। জোটের মধ্যে আসন ভাগাভাগির জন্য এখনও সময় আছে। তারা এটা নিয়ে বিভ্রান্ত কি না জানি না।'
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টি আসনে প্রার্থী দিয়েছে।