টর্চার সেলে পরিণত হয়েছে দেশের কারাগার: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চলতি বছরে জেল হেফাজতে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই বিএনপি নেতা-কর্মী।
তিনি বলেন, 'দেশের ৬৮টি কারাগার টর্চার সেলে পরিণত হয়েছে। সেখানে গায়েবী মিথ্যা মামলায় সুস্থ সবল নেতা-কর্মীদের ধরে নির্যাতন করে কারাগারে নিক্ষেপের পর লাশ বানিয়ে বের করা হচ্ছে। কারাগার থেকে বেরুচ্ছে লাশের সারি।'
আজ সোমবার (১১ ডিসেম্বর) রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, 'কেউ যাতে টু-শব্দও না করতে পারে– সেজন্য কারাগারের ভেতরে-বাইরে চলছে বিরোধী দলের সক্রিয় নেতা-কর্মীদের ওপর নানান রকম অমানবিক আচরণ। কারাবন্দিদের নির্যাতন করা হচ্ছে অবর্ণনীয় পৈশাচিক কায়দায়… বন্দিদের চিকিৎসা না দিয়ে হত্যা করা হচ্ছে। অসুস্থ বন্দিকে হাত-পায়ে শেকল পরিয়ে কারা হাসপাতালে ফেলে রাখা হচ্ছে।'
রিজভী বলেন, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে জেল হেফাজতে ৯৩ জন বন্দির মৃত্যু হয়েছে। যা সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ। গতবছর জেল হেফাজতে মৃত্যু হয় ৬৫ জনের। যাদের বেশিরভাগই বিএনপি নেতা-কর্মী। '৭ জানুয়ারির নির্বাচনের আগে বিরোধীদের বিরুদ্ধে চলমান দমনপীড়নের মধ্যে চলতি ডিসেম্বরে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই বিএনপি নেতা-কর্মী'- যোগ করেন তিনি।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে তিনি বলেন, 'দেশের ৬৮টি কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৪৩ হাজারের কম হলেও সেখানে দেশের গণমাধ্যমের হিসেবে প্রায় ৮৮ হাজার বন্দি রয়েছে।'
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে রিজভী বলেন, 'আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীন। যার ফলে কষ্টে আছেন দেশের কোটি কোটি জনগণ।' দেশবাসীকে মঙ্গল ও বুধবার অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।