আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট আসনগুলোর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির তৃতীয় দিনে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৯৮ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে নামঞ্জুর হয়েছে ৩৫ জনের আপিল। ২ জন প্রার্থীর আপিলের সিদ্ধান্ত অপেক্ষমান রাখা হয়েছে।
এনিয়ে গত তিন দিনে মোট ১৬৮ জন আপিলের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এদের মধ্যে প্রথম দিন ফেরত পান ৫৬ জন ও দ্বিতীয় দিনে ৫১ জন।
এপর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) মোট ১০৮ জনের আপিল নামঞ্জুর করেছে।
ইসি জানিয়েছে, যারা প্রার্থিতা ফিরে পেতে চান তাঁদের আইনি প্রতিনিধিসহ স্বপক্ষে যথাযথ কাগজপত্র নিয়ে শুনানিতে অংশ নিতে হবে। ইসির সিদ্ধান্তে তাঁরা সন্তুষ্ট নাহলে পুনর্বিবেচনার জন্য উচ্চ আদালতের শরণাপন্ন হতে পারবেন।
গত ১৫ নভেম্বর ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটের দিন রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচনে অংশ নিতে ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। মনোনয়ন যাচাই-বাছাইকালে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল করা হয়। এরমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৫৮টি আপিল করা হয়।
রোববার শুরু হওয়া এ আপিল প্রক্রিয়া পর্যায়ক্রমে ছয় দিন চলবে।