সোনার দাম আবার বাড়ল, নতুন দাম ভরিতে এক লাখ ৯ হাজার টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। সে হিসেবে সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯ হাজার ২৯২ টাকা। আগামীকাল মঙ্গলবার থেকে এই দাম কার্যকর হবে।
টানা কয়েক দফা বাড়ার পর এক সপ্তাহেরও কিছু বেশি সময় আগে সোনার দাম কিছুটা কমেছিল। এর কয়েকদিন না যেতেই আবারও বাড়ল সোনার দাম।
আজ সোমবার বাজুস এক বিবৃতিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৩৭০ টাকা। ২১ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৮ হাজার ৯৪৫ টাকা। ১৮ ক্যারেটের সোনার প্রতি গ্রামের দাম ৭ হাজার ৬৬৫ টাকা।
এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ৬ হাজার ৩৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৯ নভেম্বর প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।