নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সাকিব আল হাসান ও আরেক প্রার্থীকে সতর্ক করল ইসি
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ক্রিকেটার সাকিব আল হাসান এবং খুলনা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী এসএম নেওয়াজ মোর্শেদকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৫ ডিসেম্বর) এ বিষয়ে কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠি তাদের কাছে পাঠানো হয়।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ দুজনকেই অতীতে কমিশনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
ইসি তার সতর্কীকরণ চিঠিতে বলেছে, সাকিব আল হাসান ২৯ নভেম্বর কর্মখালী এলাকা থেকে শোডাউন করে গাড়ির কনভয় নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং একটি নাগরিক গণসংবর্ধনায় যোগদান করেন। এতে জনগণের চলাচলে বাধা সৃষ্টি হয়েছে যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুযায়ী আচরণ বিধি লঙ্ঘন করেছে।
ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সাকিবকে সতর্ক করা হয়েছে।
অপরদিকে নেওয়াজ মোর্শেদ শোডাউন করে কয়রা বাজারে সহস্রাধিক লোক নিয়ে মিছিল করলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। কমিশন জানিয়েছে, তার এ কাজ আচরণ বিধিমালা ভঙ্গ করেছে।