চিকিৎসাসেবা ঢেলে সাজাব: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল
দেশের চিকিৎসাসেবাকে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, তিনি দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে চান।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 'সারাজীবন মানুষের সেবা করে গেছি। আমার দুই সন্তান দেশের বাইরে থাকে। এই মন্ত্রীত্ব থেকে আমার একটিই চাওয়া — আমি যেন দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে পারি।'
রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ নতুন স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।
নিজের লক্ষ্য অর্জনের জন্য ডা. সেন শুরু থেকেই ঢাকাসহ দেশের তৃণমূলের হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শনের পরিকল্পনার কথা জানান।
'এরপর চিকিৎসাসেবাকে ঢেলে সাজাতে কাজ শুরু করে দেব। তবে আমাকে কাজ শুরু করতে একটু সময় দিতে হবে,' বলেন তিনি।
লক্ষ্য অর্জনে আত্মবিশ্বাস প্রকাশ করে ডা. সামন্ত লাল বলেন, 'আমি গ্রামেগঞ্জে চিকিৎসা সেবা দিয়ে এখানে উঠে আসা মানুষ। আমি কথা দিচ্ছি, সবাই আমাকে সহযোগিতা করলে আমি পারব।'
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক রেহেনা আওয়ালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি শরফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।