বিএসএমএমইউতে সফলভাবে, স্বল্প খরচে তৃতীয় বোনম্যারো প্রতিস্থাপন
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা সফলভাবে ৫৬ বছর বয়সী এক পুরুষ রোগীর বোনম্যারো (অস্থিমজ্জা) প্রতিস্থাপন সম্পন্ন করেছেন।
গত ৪ মার্চ রাজবাড়ীর বাসিন্দা মোহাম্মদ শামসুদ্দিনের (৫৬) বোনম্যারো প্রতিস্থাপন করা হয়।
তিনি বর্তমানে সুস্থ আছেন। তাকে বৃহস্পতিবার (৪ এপ্রিল) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বুধবার (৩ এপ্রিল) বিএসএমএমইউর বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড স্টেম সেল থেরাপি সেন্টারের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চিকিৎসকরা।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, তিন লাখ টাকায় হাসপাতাল থেকে এই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড স্টেম সেল থেরাপি সেন্টার থেকে প্রত্যেক মাসে কমপক্ষে ৫ জন রোগীকে এই সেবা দিতে চায় বিএসএমএমইউ।
হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ উদ্দিন শাহ বলেন, সারা পৃথিবীতে লিউকেমিয়া, লিম্ফোমা, মায়েলোমাসহ রক্তের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।
তিনি বলেন, লিউকেমিয়াসহ রক্তের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বোনম্যারো প্রতিস্থাপন সবচেয়ে উন্নত চিকিত্সাগুলোর মধ্যে একটি।
মোহাম্মদ শামসুদ্দিন তৃতীয় রোগী যিনি বিএসএমএমইউতে বোনম্যারো প্রতিস্থাপন করেছেন। এর আগে হাসপাতালটি চলতি বছরের ১৮ জানুয়ারি নারায়ণগঞ্জের ৬৩ বছর বয়সী একজন পুরুষ রোগীর প্রথম বোনম্যারো প্রতিস্থাপন করে।