৭৩ কোটি টাকা ঋণখেলাপির মামলা: এএফসি হেলথের সাত কর্ণধারের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইস্টার্ন ব্যাংকের ৭৩ কোটি টাকা ঋণখেলাপির মামলায় ঢাকার এএফসি হেলথ লিমিটেড নামে এক প্রতিষ্ঠানের সাত কর্ণধারের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৭৩ কোটি টাকা পাওনার বিপরীতে ইস্টার্ন ব্যাংকের দায়ের করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান বুধবার (৩১ জানুয়ারি) এই আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাতজন হলেন: এএফসি হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল খান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এসএম সাইফুর রহমান এবং পরিচালক মো. আফজাল, মো. জিয়া উদ্দিন, সাইদুল আমিন, মো. শামসুদোহা তাপস ও মাহবুব আরাব মজুমদার।
অভিযুক্তরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য পুলিশের বিশেষ শাখা পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের তথ্যমতে, ৭২ কোটি ৬৭ লাখ টাকা ঋণখেলাপি হওয়ায় এএফসি হেলথের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ নভেম্বর মামলা দায়ের করে ইস্টার্ন ব্যাংকের আগ্রাবাদ শাখা।