ঘুমধুমে অবিস্ফোরিত আরপিজি রাউন্ড উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) একটি অবিস্ফোরিত রকেট-প্রপেলড গ্রেনেড (আরপিজি) খুঁজে পেয়েছে একদল রোহিঙ্গা শিশু।
ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ারু ইসলাম বলেন, 'আজ সকালে মোহাম্মদ আলমের বাড়ির পেছনে খেলার সময় শিশুরা আরপিজি রাউন্ডটি দেখতে পায়। ধারণা করা হচ্ছে মিয়ানমার থেকে এটি এখানে এসেছে।'
'তারা এটি নিয়ে এক হকারের কাছে বিক্রি করার চেষ্টা করেছিল,' তিনি আরও বলেন।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে রকেট-চালিত গ্রেনেডটি উদ্ধার করে।
বিজিবি সদস্যরা লাল কাপড় দিয়ে ঢেকে এটিকে একটি জলাভূমিতে নিয়ে যায়, তিনি বলেন।