ভিকারুননিসায় যৌন হয়রানি: গণিত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকারের শাস্তি ও পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে আজ (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর লালবাগে বিক্ষোভ করেছে।
তাদের অভিযোগ, ওই শিক্ষক বছরের পর বছর ধরে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিলেন। তারা যত দ্রুত সম্ভব শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার ইমরান হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা দুপুরে রাস্তায় নেমে আসে। তবে স্কুল কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে তারা রাস্তা ছাড়ে।'
এর আগে ২৪ ফেব্রুয়ারি স্কুল কর্তৃপক্ষ অফিস অর্ডার জারি করে জানায় যে ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে এবং তাকে প্রতিষ্ঠানের প্রধান শাখায় অধ্যক্ষের কার্যালয়ে বদলি করা হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা চৌধুরীর স্বাক্ষরিত ওই আদেশের একটি কপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে এসেছে।
তবে ওই এখনও শিক্ষককে বরখাস্ত না করে প্রত্যাহার করায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন।