ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জমিমালিকদের
নিজেদের জমির ওপর ভবন তৈরির জন্য দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি ডোম-ইনো ডেভেলপারস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন একদল জমিমালিক।
শনিবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জমির মালিকরা এ সমস্যা সমাধানে একটি কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
একইসঙ্গে ডোম-ইনো কর্তৃক জমির মালিকদের দেওয়া যেসব চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়েছে, সেগুলোর প্রতিটির বিপরীতে বড় অঙ্কের ক্ষতিপূরণ ধার্য এবং জমি ও ফ্ল্যাটমালিকদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা।
লিখিত বক্তব্যে লিখিত জমির মালিক আদনান সোবহান বলেন, 'আমরা তিল তিল করে কষ্টের উপার্জনে রাজধানীর বুকে একখণ্ড জমির মালিকানা লাভ করেছি। অথচ এ জমি নিয়েই আমাদের প্রত্যেকে আজ ভয়াবহ সংকটে বিপর্যস্ত। নিজের জমির ওপর ভবন তৈরির লক্ষ্যে ডোম-ইনো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আমাদের প্রায় পথে বসার মতো অবস্থা।'
অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য ফোনে একাধিকবার চেষ্টা করেও কোনো ডোম-ইনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।