ফের বিএসইসির চেয়ারম্যান হলেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত নথিতে সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সুপারিশে জানায়, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলামের বয়স আগামী ১৬ মে ২০২৪ তারিখে ৫৬ বছর হবে। তার বয়স ৬৫ বছর পূর্ণ হতে চার বছরের বেশি সময় আছে। সেই অনুযায়ী তিনি আরেকটি মেয়াদে চার বছরের জন্য পুনঃনিয়োগের যোগ্য।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ অনুসারে, চেয়ারম্যান ও কমিশনারগণ তাদের নিয়োগের তারিখ থেকে চার বছর মেয়াদে স্ব স্ব পদে বহাল থাকবেন এবং অনুরূপ একটি মাত্র মেয়াদের জন্য পুনঃনিয়োগের যোগ্য হবেন। তবে শর্ত, যেকোনো ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা কমিশনার পদে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না বা চেয়ারম্যান বা কমিশনার পদে বহাল থাকবেন না।
২০২০ সালে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ছিলেন।
এছাড়া তিনি সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে ২ মেয়াদে দায়িত্ব পালন করেন।
তিনি প্রথমবার ২০২২-২৪ মেয়াদে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন'স (আইওএসকো)-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর নতুন করে ২০২৪ -২০২৬ মেয়াদেও আইওএসকোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস-চেয়ার পদে পুনঃনির্বাচিত হয়েছেন তিনি।