বিএসএমএমইউতে চিকিৎসাধীন ধ্রুব এষের শারীরিক অবস্থা উন্নতির দিকে
শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন প্রখ্যাত চিত্রশিল্পী ও লেখক ধ্রুব এষের শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে বলে জানিয়েছেন তার চিকিৎসক।
বিএসএমএমইউ'র প্রিভেনটিভ কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হারিসুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "তার (ধ্রুব এষ) শারীরিক অবস্থা এখন যথেষ্ট স্ট্যাবল (স্থিতিশীল)। প্রতিদিনই তিনি ইম্প্রুভ (উন্নতি) করছেন।"
শনিবার (২০ এপ্রিল) দুপুরে ডা. হারিসুল হকের অধীনে চিকিৎসা শুরু হয় ধ্রুব এষের। এর আগে, বৃহস্পতিবার শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।
গতকাল বিএসএমএমইউতে ভর্তির পর ডা. হারিসুল হক প্রথম পর্যবেক্ষণ শেষে জানান, ধ্রুব এষ ভালো আছেন।
এ সময় নতুন কিছু ওষুধ এবং বেশকিছু শারীরিক পরীক্ষার পরামর্শ দেন তিনি। সেইসঙ্গে পরবর্তী চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে বলেও জানান ডা. হারিসুল।
জানা যায়, আজ রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ধ্রুব এষকে দেখতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. দ্বীন মোহাম্মাদ নূরুল হক। সঙ্গে ছিলেন অধ্যাপক ডা. হারিসুল হকও।
বিএসএমএমইউ উপাচার্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ধ্রুব এষ এখন অনেক ভালো আছেন। আমি তার সঙ্গে দেখা করে কথা বলেছি। তার হার্ট ও লাংয়ে সমস্যা ছিল, তবে এখন কিছুটা ইমপ্রুভ করেছে। তিনি আমাকে কথা দিয়েছেন, আর ধুমপান করবেনা।"
"আমরা তাকে দুই-তিন দিন অবজারভেশন রাখবো তারপর হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে," জানান তিনি।
এসময় ধ্রুব এষের স্বাস্থ্য বিষয়ক সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন উপচার্য ডা. দ্বীন মোহাম্মাদ নূরুল হক এবং প্রয়োজনে তিনিও একটি মেডিকেল বোর্ড গঠনের কথা জানান; যাতে করে শিল্পীর চিকিৎসায় কোনো রকম ক্রটি-বিচ্যুতি না হয়।
১৯৬৭ সালে সুনামগঞ্জে জন্ম নেওয়া ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করলেও একইসঙ্গে তিনি গল্প-কবিতাও লেখেন।
নব্বইয়ের দশকের শেষার্ধ থেকে তিনি প্রয়াত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেন। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন ধ্রুব এষ।