প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষাক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনে শুক্রবারেও বিদ্যালয় খোলা রাখা হবে।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
"আমাদের মোট ১৮৫ কার্যদিবস আছে। এরমধ্যে ২০দিন পরীক্ষার জন্য, পাঁচদিন জাতীয় দিবসের ছুটি, আর অতিরিক্ত আছে ২০ দিন। অতিরিক্ত এই ২০ দিন দিয়েই আমরা সমন্বয় করে নেব। তাতে যদি শুক্রবারেও স্কুল খোলা রাখতে হয়, তাহলে আমরা সেটাই করব।" প্রয়োজনে শনিবারেও বিদ্যালয় খোলা রাখা হবে বলেও জানান তিনি।
এর আগে গতকাল হাইকোর্টের বিচারপতিদের একটি বেঞ্চ আগামী ২ মে পর্যন্ত দেশের সব বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দেন। এদিন আইনজীবী মনির উদ্দিন চলমান তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে হাইকোর্ট এই আদেশ দেন।
সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এ আদেশ দেন।
তবে হাইকোর্টের আদেশের কপি এখনও তারা পাননি বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, "নির্বাহী বিভাগ (মন্ত্রণালয়) হাইকোর্টের সিদ্ধান্ত সম্মান প্রদর্শনপূর্বক মেনে চলে। আশা করছি খুব শিগগিরই কপিটা পাব।"
শিক্ষামন্ত্রী বলেন, গতকাল গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে উচ্চ আদালতের একটি বেঞ্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন আদেশ এবং রুলও জারি করা হয়েছে। সেই রুলের জবাব দেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো দাপ্তরিকভাবে অবগত হইনি।যেহেতু একজন আইনজীবীর বরাত দিয়ে গণমাধ্যমে এসেছে, সেই আদেশে কী বলা হয়েছে সেটা অবগত নই। এটি নিয়ে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি।