ঘূর্ণিঝড় রিমাল: আগামীকাল চট্টগ্রাম সিটি করপোরেশনের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে আগামীকাল সোমবার (২৭ মে) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে চসিকের ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
রবিবার (২৬ মে) বিকালে নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে এক জরুরি প্রস্তুতি সভায় এসব কথা জানান সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
এসময় মেয়র বলেন, 'সোমবার চসিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে চসিকের ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্রে হিসেবে ব্যবহার করা হবে।'
ঘূর্ণিঝড় মোকাবিলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, 'শনিবার সকালেই ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত জনসাধারণকে সচেতন করার জন্য মাইকিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, দামপাড়ার চসিকের বিদ্যুৎ উপবিভাগের কার্যালয়ে কন্ট্রোলরুম খোলা হয়েছে।'
তিনি আরও বলেন, 'ওয়ার্ড কাউন্সিলরদের নিজ-নিজ ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার বিষয়টি আন্তরিকতার সঙ্গে তদারক করার নির্দেশনা দেওয়া হয়েছে।'