ঘূর্ণিঝড় রিমাল: ঢাকার পানি বিপৎসীমার কাছাকাছি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার (২৭ মে) দিনভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে। এসময় বৃষ্টির পানি জমে বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেছে পানির উচ্চতা।
জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত কল্যাণপুর পাম্পে পানির উচ্চতা ৪.৭ মিটারে পৌঁছে গেছে। ৫ মিটারে পৌঁছালেই তা বিপৎসীমা অতিক্রম করবে। বিকাল ৪টা থেকে পাম্পে বিদ্যুৎ না থাকায় পাঁচটি পাম্পই বর্তমানে বন্ধ আছে।
কল্যাণপুর পাম্পের অপারেটর মো. মাসুম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, ঢাকা উত্তরের পানি অপসারণে কল্যাণপুরে পাঁচটি পাম্প আছে, যার সবগুলোই বন্ধ আছে বিদ্যুৎ না থাকার কারণে। নদীর পানির উচ্চতা বেড়ে গেলে পানি অপসারণে সমস্যায় পড়তে হতে পারে।
তিনি আরও বলেন, বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তখন ঢাকার নীচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এখন প্রবল বেগে পানি নদীতে নেমে যাচ্ছে, তবে ভারী বৃষ্টি হতে থাকলে পানি পাম্প করে অপসারণ করতে কিছুটা হিমশিম খেতে হবে।
এর আগে গত বছর ২১ সেপ্টেম্বর পাম্প এলাকার পানি বিপৎসীমায় (৫ মিটার) পৌঁছে যায়। তার আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় পানির উচ্চতা সর্বোচ্চ ৫.৭ মিটারে ওঠে।
অন্যদিকে জানা যায়, সোমবারের ভারী বর্ষণের ফলে রাজধানীর নিউমার্কেট, কাজীপাড়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, পুরানা পল্টন, গুলিস্তান, পুরান ঢাকা, বংশাল রোড, বিজয় স্মরনী, ইস্কাটন, তেজগাওসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন,'আগামীকালও ঢাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় এবছরে ঢাকায় সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।'