ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরির দাবি ট্যানারি শ্রমিকদের
দেশের ট্যানারি শ্রমিকরা কারখানার মালিকদের কাছে তাদের ন্যূনতম মাসিক বেতন সাড়ে ১৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছেন।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন (টিডব্লিউইউ) মঙ্গলবার (৪ জুন) ঢাকার লেকশোর হোটেলে বাংলাদেশের চামড়া শিল্পের জন্য ন্যূনতম মজুরি বিষয়ে অংশীজনদের পরামর্শ সভায় এ দাবি জানায়।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের (টিডব্লিউইউ) সাধারণ সম্পাদক ও ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য মো. আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, 'আমারা আমাদের দাবি তুলে ধরেছি। আমরা জানিয়েছি মূল্যস্ফীতিসহ নানা কারণে বর্তমানে খাদ্য ও খাদ্য বহির্ভূত খরচ অনেক বেড়েছে। তাই একজন শ্রমিকের ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি প্রয়োজন।'
তিনি জানান, ট্যানারি মালিকেরা অনুষ্ঠানে জানাননি তারা কত টাকা মজুরি বাড়াবেন।
ট্যানারি শিল্পের শ্রমিকদের ন্যূনতম গ্রেড-৫ এর আওতায় ১৩ হাজার ৫০০ টাকা মূল বেতন ও ভাতা নির্ধারণ করে সর্বশেষ ২০১৮ সালে গেজেট প্রকাশ করে সরকার।
বিদ্যমান ন্যূনতম মজুরি সংশোধনের জন্য চামড়া শিল্পের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
নিয়োগকর্তা এবং শ্রমিকদের উভয় প্রতিনিধিদের সমন্বয়ে বোর্ড গঠিত হয়েছে, তারা ন্যূনতম মজুরি সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব নিয়ে আলাপ- আলোচনা করবে।