কালো টাকা সাদা করতে কর আরও কমানোর প্রস্তাব এমপি সোহরাবের
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ রেখেছে সরকার। তবে, সেটি আরও কমানোর প্রস্তাব দিয়েছেন কিশোরগঞ্জ থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাব উদ্দিন।
তিনি বলেন, 'প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। ১৫ শতাংশ কর অনেক বেশি। মাত্র ৫ শতাংশ কর দিয়েই এই সুযোগ রাখা উচিত। কর যত কমানো হবে তত বেশি টাকা প্রদর্শিত হবে।'
রোববার (৯ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অন্যদিকে, ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে দেশের বিভিন্ন মহল নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
তবে রোববার সংসদের বৈঠকে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র এমপি সোহরাব বলেন, 'অর্থ পাচারের কারণে ডলার সংকট হচ্ছে। অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া না হলে অর্থ পাচার বন্ধ হবে না। ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে। আসলে এটা ভুল তথ্য। কালো টাকা সাদা করা নয়, বৈধ অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কর ৫ শতাংশ করলেও অসুবিধা নেই। কর যত কমানো হবে, তত বেশি টাকা প্রদর্শিত হবে।'
তিনি বলেন, '১৫ শতাংশ কর অনেক বেশি। এই হারে অনেকে অপ্রদর্শিত আয় প্রদর্শন করবে না। ১৫ শতাংশ কর দিতে হলে অপ্রদর্শিত আয় কমাতে হবে। তাহলে অপ্রদর্শিত আয়ের প্রদর্শন বেশি হবে। রাষ্ট্রের ট্যাক্স আসবে। দেশে বিনিয়োগের সুযোগ বাড়বে। এ ক্ষেত্রে আরও সুযোগ দেওয়া যায়; যেমন শিল্পকারখানা করতে জমি, মেশিনারিজ কেনার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না।'