পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ না করার আহ্বান ৬০ বিশিষ্ট নাগরিকের
রাজধানীর পুরান ঢাকার মিরনজিল্লা কলোনির হরিজন সম্প্রদায়কে পুনর্বাসন ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদের প্রচেষ্টায় ৬০ বিশিষ্ট নাগরিক ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) জারি করা এক যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেন, কলোনির বাসিন্দারা বলেছেন, ৪০০ বছর আগে তাদের পূর্বপুরুষদেরকে পরিচ্ছন্নতার কাজের জন্য এ এলাকায় আনা হয়েছিল।
বিশিষ্ট নাগরিকেরা জানান, বর্তমানে ৭০০টিরও বেশি পরিবার এ কলোনিতে বাস করে। এর মধ্যে ৫০০টিরও বেশি পরিবারের সদস্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত।
বিবৃতিতে বলা হয়, 'তারা স্বেচ্ছায় ঢাকা শহরে এসে বসতি স্থাপন করেনি, বরং নগরবাসীর সেবা করার জন্য তাদের আনা হয়েছে। এ বাস্তবতার পরিপ্রেক্ষিতে বর্তমানে যারা সিটি কর্পোরেশনে কর্মরত আছেন তারা ছাড়া অন্য কাউকে উচ্ছেদ করা বেআইনি।'
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাঁচাবাজার তৈরির জন্য হরিজন কলোনির একাংশ ভেঙে ফেলা শুধু অমানবিকই নয়, মানবাধিকারের চরম লঙ্ঘনও বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকেরা।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেন তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, নিজেরা করি'র সমন্বয়ক খুশি কবীর, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, অ্যাডভোকেট জেডআই খান পান্না, অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, ব্যারিস্টার সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।