উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ১০
ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ রোহিঙ্গাসহ ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের চারটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহত অন্য দুজন স্থানীয় বাসিন্দা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার ভোরে ৮ ও ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মাটিচাপা পড়ে সাত জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পর্যায়ক্রমে তাদের মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারি পরিচালক তোফায়েল আহমদ জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা কক্সবাজারে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।