বন্যাকবলিত সিলেটে ডায়রিয়ার প্রকোপ রোধে ব্যবস্থা নিন: স্বাস্থ্যমন্ত্রী
সিলেটের বন্যাকবলিত এলাকায় ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
আজ বুধবার (১৯ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় মন্ত্রী বলেন, ডায়রিয়া ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুদ রাখতে হবে।
পাশাপাশি সাপের কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।
সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান মন্ত্রী।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বন্যাকবলিত এলাকার সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে যথাযথ চিকিৎসা সেবাদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সিলেট জেলার প্রায় সাত লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। পানিবন্দি শহরটিতে বর্তমানে প্রায় ৫০ হাজার মানুষ আটকা পড়েছে ।
সিলেটে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ সামান্য কমলেও, অব্যাহত পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।