ইউরোপসহ উন্নত দেশে সুযোগ খুঁজতে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জনশক্তি রপ্তানিকারকদের
দক্ষ ও শক্তিশালী টিম তৈরি করে ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের শ্রমবাজার উন্মুক্ত করতে বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে রিক্রুটিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফর ইউরোপ অ্যান্ড ডেভেলপড কান্ট্রিস (আরএএবিইডি— রাবিড)।
বুধবার (২৬ জুন) সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর কাকরাইলে এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউরোপ ও উন্নত বিশ্বের যেসব দেশের দূতাবাস ভারতে আছে— সেই সব দেশের দূতাবাস বা কনস্যুলেট অফিস বাংলাদেশে পছন্দ অনুযায়ী জায়গায় নিয়ে আসার জন্য বাজেটে বরাদ্দ করতে হবে।
সংগঠনের প্রেসিডেন্ট আরিফুর রহমান বলেন, "জার্মানি, রোমানিয়া, সার্বিয়া, ইতালি, গ্রিস, কানাডা, রাশিয়া, জাপান, তুরঙ্ক, অস্ট্রেলিয়াসহ ৩১টি দেশে ৮৭ লাখ কর্মীর চাহিদা রয়েছে। কিন্তু দক্ষ কর্মীর অভাবে আমরা ওই বাজার ধরতে পারছি না।"
তিনি বলেন, "সরকারি-বেসরকারি উদ্যোগে অনেক ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে ঠিকই, কিন্তু ওই দেশগুলোর চাহিদার সঙ্গে মিল না থাকায় সেভাবে দক্ষ কর্মী তৈরি করা যাচ্ছে না। আমাদের এখন দক্ষ কর্মী তৈরি করতে হবে, সেই লক্ষ্যে এই সংগঠন তৈরি করেছি।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান বলেন, "আমাদের মূল মার্কেট সৌদিআরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর। এইসব দেশে পাঠানো কর্মীর তুলনায় রেমিট্যান্স অনেক কম, তার মূল কারণ দক্ষতার অভাব। এই বিষয়টি বিবেচনায় রেখেই রাবিডের জন্ম।"
এছাড়া বিভিন্ন দেশে বাংলাদেশের অ্যাম্বাসিগুলোতে দক্ষ লোকবল বাড়ানো; প্রবাসীদের জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া; কর্মী নিয়োগকারী দেশের প্রয়োজন অনুযায়ী তাদের প্রশিক্ষণ, সিলেবাস ও তত্ত্বাবধানে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো পরিচালনা করা; বিদেশগমনেচ্ছু কর্মীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা; ভিসা বাণিজ্য বন্ধ করা; ইউরোপে কর্মী পাঠানোর পর কর্মস্থল থেকে কর্মী পালিয়ে যাওয়ার প্রবণতা হ্রাসে সচেতনতামূলক কর্মসূচি প্রণয়ণের দাবি জানায় সংগঠনটি।