বেনজীরের সম্পদ ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগের নির্দেশ আদালতের
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ ব্যবস্থাপনা, তদারিক ও রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'কাকে কোন সম্পদের রিসিভার নিয়োগ দিয়েছেন আদালত, এটি লিখিত আদেশ পাওয়ার পর জানা যাবে।'
এর আগে গত ১২ জুন দুদকের আবেদনের প্রেক্ষিতে তৃতীয় দফায় বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে থাকা রূপগঞ্জে ২৪ কাঠা জমি, উত্তরায় ৩ কাঠা জমি, বাড্ডায় ৩৯.০৩ শতাংশ জমির ওপর নির্মিত ভবনে ২টি অফিস স্পেস ও বান্দরবান জেলায় ২৫ একর জমি (লিজ), এছাড়াও ঢাকার আদাবরের পিসিকালচার হাউজিংয়ে বেনজীরপত্নীর মির্জার নামে থাকা ৬টি ফ্ল্যাট, সিটিজেন টিভির শেয়ার এবং টাওয়ার অ্যাপারেলস লিমিটেডে (গার্মেন্টেসে) থাকা শেয়ার ফ্রিজের (জব্দ) নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত, জ্ঞাত আয়-বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে গত ১৮ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্তে নামে দুদক। এ পর্যন্ত সন্ধান পাওয়া বেনজীরের সম্পদগুলো জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
গত মে মাসের শুরুর দিকেই বেনজীর সপরিবারে দেশ ছেড়েছেন বলে জানা গেছে।
এরপর গত ১৩ জুন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দেশ ছাড়ার কথা স্বীকার করেন বেনজীর। ওইদিন ঢাকার বোট ক্লাবের সভাপতি হিসেবে পদত্যাগপত্রে এ ঘোষণা দেন তিনি।
ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজের কাছে পাঠানো পদত্যাগপত্রে সাবেক এই আইজিপি বলেন, তিনি জরুরি কারণে বর্তমানে পরিবারের সঙ্গে বিদেশে রয়েছেন বলে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না।