কেরালার শিক্ষার্থীর হারানো আইফোন ঢাকার কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করল ডিএমপি, গ্রেপ্তার ২
প্রায় চার মাস আগে ভারতের কেরালার মেডিকেল শিক্ষার্থী মোহাম্মদ শাহিন রোশানের আইফোনটি ছিনতাই হয়। গত ৩ জুলাই সেটি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ।
এ বছরের ২৭ মার্চ কেরালার ত্রিশুর বাসস্ট্যান্ড থেকে ছিনতাইকারীরা এমবিবিএস ছাত্র রোশানের ফোনটি ছিনিয়ে নেয়। একজন ভারতীয় নাগরিকের হারিয়ে যাওয়া আইফোন বাংলাদেশ থেকে ফেরত পাওয়ার বিষয়ে টিবিএস-এর প্রতিবেদন পড়ার পর রোশান এ প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন।
২ জুলাই রোশানের ঘটনা নিয়ে 'হারানো আইফোন বাংলাদেশ থেকে উদ্ধারে সাহায্য পেতে টিবিএসকে লিখলেন কেরালার শিক্ষার্থী' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার ইমরান হোসেন টিবিএসকে বলেন, 'ভারতসহ পার্শ্ববর্তী দেশসমূহ থেকে আনা চোরাই আইফোনসহ ২০৭টি স্মার্টফোন, ১টি ম্যাকবুক ল্যাপটপ ও নগদ ৯৪ হাজার টাকা উদ্ধারের পাশাপাশি চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।'
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাকিল ও তার ভাই মো. শাহীন। 'পূর্ব রসুলপুরের ২নং গলির একটি বাসা থেকে ভারতীয় নাগরিক শাহিন রোশানের হারানো আইফোন উদ্ধার করা হয়। এর সূত্র ধরে দুই অপরাধী ভাইকে গ্রেপ্তার করা হয়েছে,' বলেন ইমরান হোসেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) মোহাম্মদ শাহিন রোশান তার দেড় লাখ রুপির বেশি দামের আইফোন ১৫ প্রো ম্যাক্স ফেরত পাওয়ায় উদ্ধার অভিযানে জড়িত ঢাকা মহানগর পুলিশ ও টিবিএস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
'আমি অভিভূত যে, অভিযোগ দায়েরের ১০ দিনের মাথায় বাংলাদেশ কর্তৃপক্ষ আমার ফোন উদ্ধার করে ফেলেছে! আপনারা ছাড়া [ডিএমপি ও টিবিএস] এটা সম্ভব হতো না,' কেরালা থেকে এ প্রতিবেদককে টেলিফোনে বলেন তিনি।
এর আগে লালবাগ জোনের সহকারী কমিশনার ইমরান হোসেন টিবিএসকে বলেছিলেন, তারা ফোনটি পুনরুদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।
তবে কিছু আনুষ্ঠানিকতা সারা বাকি আছে বলে ভারতীয় নাগরিক এখনও তার ফোন হাতে পাননি। 'আমি আশাবাদী, ফোনটি শীঘ্রই আমার কাছে পাঠানো হবে,' বলেন তিনি।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই গ্রেপ্তারকৃত অবৈধপথে শুল্ক ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আইফোনসহ স্মার্টফোন চোরাচালানের মাধ্যমে দেশে এনে বিভিন্ন দোকানে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় ডিএমপির কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান সহকারী কমিশনার ইমরান হোসেন।
এর আগে ৩০ জুন পশ্চিমবঙ্গের কলকাতার বেনিয়াপুকুর থেকে মৌটুসী গাঙ্গুলীর হারিয়ে যাওয়া একটি আইফোন ১৩ ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়।
গত বছরের ২৬ জুলাই ফোনটি হারিয়ে যাওয়ার পর তার মেয়ে অগ্নিতা গাঙ্গুলী বেনিয়াপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ডিএমপি দীর্ঘ এক বছরের চেষ্টায় ফোনটি সফলভাবে উদ্ধারে সক্ষম হয়।
টিবিএস-এর সঙ্গে কথা বলার সময় গাঙ্গুলীর ফোন উদ্ধারকারী এসআই মিল্টন কুমার দেব দাস বলেন, 'যদি ভুক্তভোগী মোবাইল ফোন হারানোর বিষয়ে মামলা করেন এবং মোবাইল বাক্স ও অন্যান্য প্রমাণপত্রসহ সমস্ত সহায়ক কাগজপত্র তার কাছে থাকে, তাহলে আমরা হারানো ফোন পুনরুদ্ধার করতে পারি।'