ছাত্রলীগ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে আগামীকাল দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর বেশিরভাগ আবাসিক শিক্ষার্থী হল ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
এর আগে বুধবার (১৭ জুলাই) বিকেলে ঢাবি উপাচার্যের বাসভবনের কাছে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। রোকেয়া হলের সামনে ও ভিসি চত্বর এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সমাবেশকে ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিক রাউন্ড রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে বলে অভিযোগ রয়েছে।
এ সময় শিক্ষার্থীরা আহত হওয়ার পাশাপাশি ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিকও পৃথক সংঘর্ষে আহত হন।
সংঘর্ষে কতজন আহত হয়েছেন জানতে চাইলে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সাংবাদিকদের বলেন, 'আহতের সংখ্যা আমরা এখনো সুনির্দিষ্টভাবে বলতে পারব না। তবে অসংখ্য ছাত্র আহত হয়েছেন।'
অন্যদিকে টেলিফোনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী টিবিএসকে বলেন, পুলিশ ক্যাম্পাসে ফাঁকা গুলি ছুড়ছে এবং কোটা আন্দোলনকারীদের ধাওয়া করছে।
বিশ্ববিদ্যালয়টির তিনজন শিক্ষার্থী পুলিশের রাবার বুলেটের আঘাতে আহত হয়ে এনাম মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (১৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলন নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিনিধিদের পাঠানো সর্বশেষ পরিস্থিতির তথ্য জানুন এ লাইভ আপডেট থেকে।
গতকাল মঙ্গলবার (১৬ জুলাই)-এর লাইভ আপডেট পড়তে ক্লিক করুন এখানে।
রাত ১০টা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ (বুধবার) বিকেলের পর থেকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষে এপর্যন্ত কমপক্ষে ৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান মেডিকেল অফিসার ডা. মো. শামছুর রহমান বলেন, "(বিকেল) সাড়ে ৫টা থেকে আমাদের এখানে আহত অবস্থায় শিক্ষার্থীরা আসতে শুরু করে। রাত ৮টা পর্যন্ত আমরা প্রায় ৬০-৭০ জন শিক্ষার্থীকে আহত অবস্থায় পেয়েছি, যাদের মধ্যে গুরুতর হওয়ায় ১০-১৫ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের অধিকাংশই পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছিল।"
রাত ৯টা ৩০ মিনিট
রাজধানীর শনির আখড়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে যোগ দিয়েছে স্থানীয়রা, পুলিশের সাথে তাদের তীব্র সংঘর্ষ হচ্ছে।
বেশকিছু মোটরসাইকেলসহ নিকটবর্তী মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার বুথ এবং একটি পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন আমাদের প্রতিবেদকরা।
এসময় সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।
নিকটবর্তী মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কয়েকটি বুথ, মোটরসাইকেল এবং একটি পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন আমাদের প্রতিবেদকরা।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এতে অনেকেই আহত হয়েছেন। তবে এপর্যন্ত কতজন আহত হয়েছেন- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, তাঁদের একটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে।
এবিষয়ে আরও জানতে, ডিএমপির ওয়ারী জোনের ডিসি ইকবাল হোসেনকে টিবিএসের পক্ষ থেকে ফোন দেওয়া হলেও - তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
রাত ৯টা
রাজধানীর শনির আখড়ায় পুলিশের শটগানের গুলিতে ২ বছরের এক শিশু ও তার বাবা, শিক্ষার্থী, পথচারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা।
রাত ৭টা ৫০ মিনিট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ, বিজিবি ও র্যাব।
প্রশাসন ভবনের সামনে এসে সেখানে অবস্থান নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে ও প্রশাসন ভবন থেকে সরে যায়। পরে পুলিশের একটি দল প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে থাকা ভিসি, প্রো-ভিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধার করে।
ছত্রভঙ্গ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।
উদ্ধার হয়ে ভিসি গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের বলেন, এখন ক্যাম্পাসের নিয়ন্ত্রণ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। তারাই সিদ্ধান্ত নিবেন- এখন কি করবেন।
তিনি অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বহিরাগতরা প্রবেশ করে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। আমাদের সাধারণ শিক্ষার্থীরা এমনটি করতে পারেন না।
রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, 'আমাদের কাজ ছিল অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করা। আমরা সেই কাজটিই করেছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা সুশৃঙ্খলভাবে ভিসিকে উদ্ধার করেছি।'
রাত ৮টা
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও আন্দোলনে অন্তত ছয়জন নিহত হওয়ার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করা হয়েছে।
'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।
"শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করছি।"
এ সময় তিনি বলেন, শাটডাউনের সময় কেবল হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত আর কোনো প্রতিষ্ঠান খোলা থাকবে না এবং সড়কে শুধু অ্যাম্বুলেন্স চলবে।
সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদেরকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন 'আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এ লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।'
সন্ধ্যা ৭টা
বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশের উপস্থিতিতে অনেকটা পালিয়েই রেজিস্ট্রার ভবন ত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অধ্যাপক নূরুল আলম।
রেজিস্ট্রার ভবনে দিনভর অবরুদ্ধ থাকা অন্যান্য সিন্ডিকেট সদস্য, শিক্ষক এবং রেজিস্ট্রার ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও এ সময় পুলিশের উপস্থিতিতে ভবন ত্যাগ করেন।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিট
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার সময় কয়েকজন শিক্ষার্থীর ওপর পুলিশ সদস্যরা চড়াও হওয়ার ঘটনা জানিয়েছে প্রত্যক্ষদর্শী টিবিএস সংবাদদাতা।
বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাসে কয়েকজন শিক্ষার্থী নতুন কলা ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় 'কোনো প্রকার উসকানি ছাড়াই' গাড়িটির পথরোধ করে হামলা করেন পুলিশ সদস্যরা।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট
পুলিশের অভিযানের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ আবাসিক শিক্ষার্থীরা হল ছেড়েছেন। হলগুলোর বাইরে ক্যাম্পাস প্রাঙ্গণে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন টিবিএস সংবাদদাতা।
এদিকে শাহবাগ ও কাটাবন এলাকায় হল থেকে উচ্ছেদ হওয়া শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের লোকজন হামলা করেছে বলে জানা গেছে।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এখনো চলছে। প্রায় দুই ডজন শিক্ষার্থী রাবার বুলেটের ঘায়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়টিতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহুর্মুহু গুলি, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডের মুখে শিক্ষার্থীরা বিভিন্ন হলের ভেতরে গিয়ে আশ্রয় নেন।
হলের ছাদগুলোতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা। পালটা জবাবে পুলিশও হল লক্ষ্য করে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে।
সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক রেজাউনুর রহমান জানিয়েছেন, চিকিৎসাকেন্দ্রে রাবার বুলেট বিদ্ধ ২০-২৫ শিক্ষার্থীকে চিকিৎসা দিচ্ছেন তারা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী পুলিশের রাবার বুলেটের আঘাতের পর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালটির ডিউটি ম্যানেজার ইউসুফ আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এখন পর্যন্ত আমরা গুলিবিদ্ধ [রাবার বুলেট] অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পেয়েছি। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।'
সন্ধ্যা ৬ট ২০ মিনিট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের খবর সংগ্রহ করার সময় পুলিশের ছোড়া টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডের আঘাতে তিনজন সাংবাদিক আহত হয়েছেন।
তারা হলেন কালবেলার আকরাম হোসেন, এসএ টিভির রহমত উল্লাহ ও বিজনেস বাংলাদেশ-এর ইয়াসির আরসালান নিশান।
সন্ধ্যা ৬টা
জাবিতে চলছে সংঘর্ষ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। ক্যাম্পাসে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন টিবিএস সংবাদদাতা।
টেলিফোনে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী টিবিএসকে বলেন, পুলিশ ফাঁকা গুলি ছুড়ছে এবং কোটা আন্দোলনকারীদের ধাওয়া করছে।
বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথের বাইরে বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া ক্যাম্পাসের ভেতরে পুলিশ সাঁজোয়া যানসহ প্রবেশ করেছে বলে জানান ওই শিক্ষার্থী।
বিকেল ৫টা ৪৫ মিনিট
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সন্ধ্যা সাড়ে সাতটায় এ ভাষণ প্রচারিত হবে।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন থেকে একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হবে।
বিকেল ৫টা ৩৫ মিনিট
চুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এছাড়া আগামীকাল (১৮ জুলাই) দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি লিখিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশ দেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় চুয়েটের সিন্ডিকেটের ১৩৫তম (জরুরি) সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সুবিধার্থে আজ এবং আগামীকাল ক্যাম্পাস থেকে শহরে বাস চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বিকেল ৫টা ৩০ মিনিট
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূইয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ইটের আঘাতে আহত হয়েছেন।
আহতাবস্থায় অন্য পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন টিবিএস সংবাদদাতা।
বিকেল ৫টা
আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বুধবার বিকেলে ভিসি চত্বরে বলেন, 'পুলিশ আমাদের ওপর শুধু-শুধু চড়াও হচ্ছে৷ গায়েবানা জানাজার পর আমাদের সরকারের একটি মহলের সঙ্গে বসারও কথা ছিল। কিন্তু পুলিশই ইচ্ছে করে ক্যাম্পাসের অবস্থা অস্থিতিশীল করছে। আমরা মাঠ ছাড়ব না। আন্দোলন চালিয়ে যাব।'
আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 'আমাদের ওপর ক্যাম্পাসে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাচ্ছে পুলিশ৷ এ সময়ে আমাদের ভিসি কোথায়? তিনি কি মারা গেছেন? তাহলে আমরা তার জানাজা পড়তে চাই।'
বিকেল ৪টা ৪৩ মিনিট
ঢাবি ভিসি চত্বরে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ভিসি চত্বরে আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার পর এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয় বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদক।
এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এর আগে সাংবাদিকেরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের লক্ষ্য করেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
৩০–৪০ জন সাংবাদিক এ সময় একত্র হয়ে পুলিশের কাছে সাংবাদিকদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের জবাবদিহিতা চান।
এ মুহূর্তে আন্দোলনকারীরা মল চত্বরে অবস্থান করছেন। অন্যদিকে পুলিশ ভিসি চত্বরে রয়েছে বলে জানিয়েছেন টিবিএস সংবাদদাতা
বিকেল ৪টা ৩৫ মিনিট
'অশুভ অপশক্তি' প্রতিহতে কাদেরের আহ্বান
'অশুভ অপশক্তি'কে প্রতিহত করতে সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ নির্দেশ দেন।
বিকেল ৪টা ৩০ মিনিট
শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশে বিক্ষোভ কুবিতে
ইউজিসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হলছাড়ার নির্দেশ দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট মিটিং শেষে এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই পাঁচটি হলের আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপাচার্য বাংলো পর্যন্ত এসে উত্তেজিত শিক্ষার্থীরা উপাচার্য বাংলোতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে অন্য শিক্ষার্থীরা তাদের নিয়ে প্রসাশনিক ভবনের সামনে এসে জড়ো হন।
এক পর্যায়ে প্রক্টরিয়াল বডি নিজেদের প্রক্টর কার্যালয়ে তালাবদ্ধ করেন।
বিকেল ৪টা ২০ মিনিট
নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা সংলগ্ন আরও কয়েকটি জেলা থেকে বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়েছেন।
হাতে রড, স্টাম্প ও হকি স্টিক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছেন ছাত্রলীগ ও যুবলীগের ঢাকা মহানগর শাখার সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিয়েছেন।
বিকেল ৪টা ১৫ মিনিট
'হায় সাঈদ, হায় ওয়াসিম' স্লোগানে মাতম আন্দোলনকারীদের
কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়ে ছয়জন নিহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জে মাতম মিছিল করেছে আন্দোলনকারীরা। মহররমের তাজিয়া মিছিলের আদলে নিহতদের নামে 'হায় সাঈদ, হায় ওয়াসিম' স্লোগানে মাতম মিছিল করেন তারা।
বুধবার দুপুর সোয়া ৩টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া গোলচত্বর থেকে মিছিল বের করেন তারা। তারা বুকে ও পিঠে নিহতদের নাম লিখে মিছিলে অংশ নেন।
বিকেল ৪টা
বিশ্ববিদ্যালয়-হল খোলা রাখার দাবিতে রাবি উপাচার্য অবরুদ্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটা থেকে প্রশাসন ভবনে তাদের অবরুদ্ধ করে রেখেছেন তারা। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বেশ কয়েকটি দাবি করেন।
এসব দাবির মধ্যে রয়েছে: বিশ্ববিদ্যালয়সহ সকল আবাসিক হল খোলা রাখা; সকল মেস ও বাসা মালিকদের মেস খোলা রাখার নির্দেশ দেওয়া; আবাসিক হলের প্রতিটি কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযান চালিয়ে ছাত্রলীগের অস্ত্র জব্দ করা; শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা; প্রয়োজনে প্রত্যেক হলের প্রাধ্যক্ষদের হলেই অবস্থান করা এবং হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা।
বিকেল ৩টা ৪৫ মিনিট
রাজধানীর প্রবেশপথ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।
বিকেল ৩টা ৪০ মিনিট
আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ খালি কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার পর এখন গায়েবানা জানাজার প্রস্তুতি নিচ্ছেন।
এ সময় পুলিশ ও র্যাবের সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
বিকেল ৩টা ২১ মিনিট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-পুলিশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধের পাশাপাশি বিভিন্ন দিক থেকে ব্যারিকেড তৈরি করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ। তিনি জানান, মহাসড়ক স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয়ের বাহিরে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বিকেল ৩টা ১৫ মিনিট
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধে বিশ্ববিদ্যালয়টির সামনে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়।
দুপুর ২টা ৪৭ মিনিট
ডাকসুর সাবেক নেতা আখতার আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে আটক করেছে পুলিশ।
দুপুর তিনটার দিকে রাজু ভাস্কর্যে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেখানে অবস্থান করার প্রতিবাদ জানান ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ঢাবির আইন বিভাগের ছাত্র আখতার হোসেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
বাগ্বিতণ্ডার সময় মাটিতে শুয়ে পড়েন ডাকসুর এই সাবেক নেতা। এ সময় তাকে সেখান থেকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।
পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও পুলিশের ধাক্কাধাক্কি হয় সে সময়। পরিবেশ নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে তাদের সঙ্গে তর্কাতর্কিও হয় সাংবাদিকদের।
দুপুর ২টা ৪৫ মিনিট
ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা অভিযোগ করেছেন, তাদের লক্ষ্য করে পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
প্রতিদিনের বাংলাদেশ-এর সাংবাদিক আরিফুল বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশ অপ্রত্যাশিতভাবে তাদের লক্ষ্য করে পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন আজকের পত্রিকা ও জনবাণীর সাংবাদিক। আহত এক সাংবাদিক বলেন, ৪০-৪৫ জন সাংবাদিক ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় তাদের সামনে একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়।
দুপুর ২টা ৪০ মিনিট
আমাদের প্রতিনিধি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে বিস্ফোরণ ও গুলি নিক্ষেপের শব্দ পাওয়া যায়।
দুুপুর ২টা ৩৭ মিনিট
বরিশালে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ চলছে
আমাদের বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর দেড়টা থেকে নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা ও চৌমাথা এলাকায় দফায় দফায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে।
এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল ব্যবহার করা হচ্ছে।
দুপুর ২টা ৫ মিনিট
রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভিমুখী রাস্তায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। পাশাপাশি জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
পুলিশ জানিয়েছে, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার স্বার্থে এই চেকপোস্ট বসানো হয়েছে।
আজ বুধবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর যুবলীগের কর্মী নাজমুল হোসেন পিন্টু বলেন, 'দলীয় নির্দেশনায় জেনেছি আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তিযুদ্ধবিরোধীরা নাশকতা করতে পারে। তাই আমাদের সচেতন থাকতে বলা হয়েছে।'
এছাড়া বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একাধিক জলকামানসহ পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।