ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি
কারফিউ শিথিল হওয়ার পর আগামীকাল রোববার থেকে পুরোদমে চালু হতে পারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস। এই অবস্থায়, ট্রেন চলাচল কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, "যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর বিষয়ে আজকে পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। এতে সময় লাগবে। বর্তমানে বিজিবির সহায়তায় শুধু অয়েল ট্রেন চালানো হচ্ছে।'
এর আগে গত ২৪ জুলাইয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। তবে একইদিন রাতে কর্তৃপক্ষটি পরদিন ২৫ জুলাই থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে।
কোটাসংস্কার আন্দোলন চলার সময় গত ১৮ জুলাই ঢাকার মহাখালী রেলক্রসিং অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। তখন থেকেই বন্ধ রাখা হয় রেল যোগাযোগ। কর্তৃপক্ষের মতে, আন্দোলন ও সহিংসতার সময় সারাদেশের বিভিন্ন অঞ্চলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।