সেতু ভবনে হামলা: ব্যারিস্টার আন্দালিব রহমান আবারো তিন দিনের রিমান্ডে
গত ১৮ জুলাই রাজধানীর সেতুভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার অপর আসামি ব্যবসায়ী কে এম রেজাউল হাসানাত ডেভিডকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন আদালত।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) পাঁচদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য পার্থকে ফের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ব্যারিস্টার পার্থের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই মামলায় নতুনভাবে আটক অন্য দুই আসামি – তিতুমীর কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী – মীর মো. নাজমুস সাকিব ও তাওহিদুল ইবনুল বদর সাফওয়ান ইসলামের ৪ দিনের রিমান্ড দেন আদালত। তাদেরও ১০ দিনের রিমান্ডে নিতে চেয়েছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, ৩০ জুলাই গভীর রাতে শাহাদপুর হতে তাদের আটক করা হয়েছে।