নোয়াখালীতে কোটা আন্দোলনকারীদের মিছিল, আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
নোয়াখালীত বিক্ষোভ মিছিল করেছেন কোটা আন্দোলনকারীরা। আজ শনিবার বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শহরের মাইজদী বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলে তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জিলা স্কুলের সামনের প্রধান সড়কে গিয়ে শেষ হয়। সেখানে তারা অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, চৌমুহনী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও জনতা অংশ নেন।
কর্মসূচি থেকে আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত সবার পদত্যাগের দাবি জানানো হয়।
এদিকে কর্মসূচি চলাকালে বিকেল পৌনে ৫টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাইজদীর টাউন হল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকজন আওয়ামী লীগ কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়।
দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী বলেন, এ হামলায় কোটা আন্দোলনকারীরা নয়, দুস্কৃতিকারী ও দুর্বৃত্তরা জড়িত ছিল।