কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার দুদিন পর সেই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিতরা। আজ বুধবার সকালে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা এ দাবি জানান। এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করা না হলে বৃহৎ কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।
আজ সকাল ১০টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি থেকে মিছিল নিয়ে মজমপুর যান পদবঞ্চিতরা। সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবলু মোল্লা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম উল হাসান অপু, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ উপজেলা থেকে আগত নেতারা।
বক্তারা বলেন, গত ৫ই আগস্ট ও এর আগের আন্দোলনগুলোতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেনি, তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ২০-২৫টি মামলা কাঁধে নিয়ে যেসব নেতা-কর্মী আন্দোলন-সংগ্রামে থেকেছেন, তারা আজ উপেক্ষিত। অতি দ্রুত এ কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয় করে নতুন কমিটি দিতে হবে। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত নেতা-কর্মীরা রাজপথে থাকবেন বলেও ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।