গাজীপুরে আন্দোলনকারীদের সাথে বিজিবির সংঘর্ষ, নিহত ৪
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভকারীরা বিজিবির টহল দলের সদস্যদের বহনকারী দুটি বাস আটক করলে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার সকালে আন্দোলনকারীরা মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। দুপুরের দিকে দুটি বাসে ৮০ জন বিজিবি সদস্য ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় আন্দোলনকারীরা তাদের গাড়ি আটক করেন। একপর্যায়ে আন্দোলনকারীদের সাথে বিজিবি সদস্যদের কথা কাটাকাটি হয়। বিজিবি সদস্যরা সেখান থেকে চলে যেতে চাইলেও আন্দোলনকারীরা তাদের আটকে রাখেন। পরে বিজিবি সদস্যদের উদ্ধারে বিজিবির আরো কিছু সদস্য ঘটনাস্থলে যান।
পরে বিকেলে উত্তেজিত জনতা বিজিবির তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়লে বহু মানুষ আহত হয়। তাদের মধ্যে চারজন মারা গেছেন।
তারা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সিফাত উল্লাহ (২৩), শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারোগারচালা গ্রামের শুক্কুর আলমের ছেলে শরীফ আহমেদ (২০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তাজুল ইসলামের ছেলে কাওসার (২২), নান্দাইল উপজেলার আব্দুল হাইয়ের ছেলে জুয়েল মৃধাসহ (৩০)।
মাওনা চৌরাস্তার আল-হেরা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ বলেন, এ পর্যন্ত গুলিবিদ্ধ চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ ২২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আল-হেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন বলেন, 'দুপুরের পর থেকে গুলিবিদ্ধ ২২ জনসহ ৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।'