অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন ড. ইউনূস, জানালেন সমন্বয়কেরা
নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা।
মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে এক ভিডিওবার্তায় তারা এ ঘোষণা দেন। নাহিদ ইসলামসহ তিনজন সমন্বয়কারী তাদের ফেসবুক পেজেও একই ঘোষণা দিয়েছেন।
'আমরা উনার [ড. মুহাম্মদ ইউনূস] সঙ্গে কথা বলেছি। তিনি ছাত্রজনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে সম্মত হয়েছেন,' নাহিদ ভিডিও বিবৃতিতে বলেন।
তিনি আরও বলেন, তারা এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন। 'এছাড়া সরকার গঠনের পুরো রূপরেখা ও বাকিদের নাম আমরা সকালে ঘোষণা করব।'
তবে ড. মুহাম্মদ ইউনূস এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।
ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া এ সমন্বয়কেরা দেশের ক্রান্তিলগ্নে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে সমন্বয়কেরা জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য একটি রোডম্যাপ ২৪ ঘণ্টার মধ্যে উপস্থাপন করা হবে।
নাহিদ বলেন, চলমান অস্থিরতার কথা বিবেচনা করে তা আগেই ঘোষণা করা হয়েছে। তারা কোনো জনবিরোধী সরকার মেনে নেবেন না বলেও জানান তিনি।
এর আগে সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শেখ হাসিনা। এরপর তিনি ও তার ছোটবোন ভারতের দিল্লিতে যান।
ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা সেখান থেকে লন্ডনে উড়াল দিতে পারেন। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাস যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল থাকেন দিল্লিতে।