গাজিয়াবাদ থেকে ‘পরবর্তী গন্তব্যে’ উড়ে গেল হাসিনাকে বহনকারী বিমান: আনন্দবাজার
গণঅভ্যুত্থানের মুখে টিকতে না পেরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিমানে ভারতে পৌঁছেছিলেন, আজ মঙ্গলবার সকালে তা পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গেছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আজ সকাল ৯টার দিকে বিমানটি গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটি থেকে রওনা দিয়েছে।
তবে বিমানটি কোথায় গেছে, এবং ওই বিমানে শেখ হাসিনা ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানানো হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে।
গতকাল দুপুরে বাংলাদেশ ছেড়ে ভারতেই পৌঁছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। তাদেরকে বহনকারী সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। বিমানটি ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ ও সি-১৩০জে সুপার হারকিউলিস এয়ারক্রাফ্ট হ্যাঙ্গারের কাছে পার্ক করা হয়।
সূত্রের তথ্যানুসারে, সেখানেই রাত কাটিয়েছেন শেখ হাসিনা। আগামী কয়েক দিনও গাজিয়াবাদেই থাকতে পারেন তিনি। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অসমর্থিত সূত্রের তথ্য, বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চেয়েছেন শেখ হাসিনা। কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সংকেত আসেনি। সে কারণেই তাকে আরও কিছুদিন ভারতে থাকতে হতে পারে।
ব্রিটেন 'না' করে দিলে কোথায় যাবেন, তা-ও হাসিনা ভেবে দেখছেন বলে দাবি করেছে সূত্র। লন্ডনে না গেলেও ইউরোপেই থাকার ইচ্ছা রয়েছে তার। অন্য কোন দেশে আশ্রয় নেওয়া যেতে পারে, আপাতত ভারতে থেকেই চিন্তা করে দেখছেন তিনি।
উল্লেখ্য, শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকেন। তার মেয়ে সায়মা ওয়াজেদ থাকেন দিল্লিতে। তবে শেখ রেহানার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে, তার মেয়ে টিউলিপ সিদ্দিকিও ব্রিটেনের পার্লামেন্ট সদস্য। তাই ধারণা করা হচ্ছে, রেহানার ব্রিটেনেই যাবেন। তবে হাসিনা কী করবেন, তা এখনও স্পষ্ট নয়।