অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ১০–১৫ জনের নামের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে: সমন্বয়ক নাহিদ
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ১০–১৫ জনের নামের একটি প্রাথমিক তালিকা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠক শেষে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে নাহিদ বলেন, "তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এখনও এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই তালিকাসহ অন্তর্বর্তী সরকারের ঘোষণা পেয়ে যাবেন।"
নাহিদ জানান, তাদের দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকায় নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্বও রয়েছে।
একই বৈঠকে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, "খুবই দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে — এবং খুব দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে।"
"অভ্যুথানকারী ছাত্র-নাগরিকদের প্রস্তাবিত সরকারই বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে" — জনগণ যেন এ বিষয়ে আস্থা রাখেন, তার আহ্বান জানান নাহিদ।