মুক্তি পেলেন ‘আওয়াজ উডা’ গানের শিল্পী হান্নান
'আওয়াজ উডা' গান খ্যাত র্যাপার হান্নান হোসাইন শিমুলকে মুক্তি দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
গতকাল (মঙ্গলবার) নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে মুক্তি দেন।
গত ২৫ জুলাই হান্নানকে নারায়নগঞ্জের ফাতুল্লা থানা পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়।
শেখ হাসিনার পতনের পর গত সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সকল রাজবন্দীদের মুক্তি দেওয়া হবে।" রাষ্ট্রপতির এই ঘোষণার পর আদালত হান্নানকে মুক্তি দেয়।
হান্নানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে ও সংগীত জগতে ব্যাপক সমালোচনায় ঝড় ওঠে। নিউইয়র্ক ভিত্তিক সংগঠন আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন (এআরসি) এই গ্রেপ্তারের নিন্দাও করেছিল।
গত ১৮ জুলাই হিট গান 'আওয়াজ উডা' মুক্তি পেয়েছিল। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ''আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর ওপর আলোকপাত করতে চাই৷'