দাম কমছে সবজির, এখনও চড়া ডিম-মুরগির বাজার
দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত শুক্রবার থেকে সরবরাহ কমে যাওয়ার প্রভাবে যেসব সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল, তা আবারও কমতে শুরু করেছে। তবে এরমধ্যে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম চড়া রয়েছে এখনও।
আজ বুধবার (৭ আগস্ট) রাজধানীর বাড্ডা, রামপুরা, সেগুনবাগিচা, মালিবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়- কাঁচাবাজারে ধরনের সবজির দাম কমতির দিকে। প্রতিকেজি বেগুন শুক্রবারে যেখানে বাজারভেদে ৮০-১০০ টাকায় বিক্রি হয়েছে, যেখানে আজ এলাকাভেদে বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। ৮০ টাকায় উঠে যাওয়া ঝিঙ্গা এখন ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু ৭০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।
এছাড়া, পেপের দাম ১০ টাকা কমে ৫০ টাকা এবং পটল ও ঢেঁড়স কেজিপ্রতি ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
সেগুনবাগিচা কাঁচাবাজারের সবজি বিক্রেতা আনিসুর রহমান টিবিএসকে বলেন, "শুক্রবার থেকেই আন্দোলনের কারণে ঢাকায় সবজির সরবরাহ কমে যায়। এজন্য দামও বেড়ে গিয়েছিল। এখন আবার সরবরাহ বাড়ার কারণে দাম কমতে শুরু করেছে।"
এদিকে, সবজির দাম কিছুটা কমলেও এখনো আগের জায়গায় আসেনি ডিম ও মুরগির দাম।
প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা থেকে বেড়ে ২১০ টাকা পর্যন্ত উঠে যায়। এখন এটি বিক্রির হচ্ছে ২০০ টাকায়।
এছাড়া, ব্রয়লার মুরগির ডিম ডজনপ্রতি ১৫০-১৫৫ টাকা থেকে বেড়ে ১৭০-১৮০ টাকায় উঠে যায়, যা এখনো ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দামও আগের মতোই আছে। ১২০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি পেঁয়াজ।