তেজগাঁও থানার কার্যক্রম শুরু, শীঘ্রই খুলবে লালবাগ থানাও
আজ (৯ আগস্ট) সকাল থেকে তেজগাঁও থানার কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই লালবাগ থানাও খুলে দেওয়া হবে।
থানার কার্যক্রম শুরু হওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনীকে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানান তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
যে কোনো সহযোগিতার জন্য থানায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ ডায়েরিসহ থানার সকল কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। বেশিরভাগ থানাই অতিদ্রুত খোলা হবে, তবে আদাবর থানা এবং শিল্পাঞ্চল থানা খুলতে কিছুটা সময় লাগবে। সেগুলো পুনরুদ্ধারে পুলিশ কাজ করছে।
এইচ এম আজিমুল হক আশ্বস্ত করে বলেন, থানায় অন্তত ৩০-৪০ জন পুলিশ কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন, শিগগিরই অন্যরা যোগ দেবেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রও নিশ্চিত করেছে, আজকের মধ্যেই লালবাগ থানা খোলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, 'আমরা মানুষের জন্য এসেছি। আমাদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন, একসঙ্গে কাজ করেছি এমন অনেক সদস্যই আমাদের মাঝে নেই এখন। আমরা ট্রমাটাইজড। তবে আমরা তা কাটিয়ে উঠে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি'।