গাজীপুরে উদ্ধার করা অস্ত্র, গুলি হস্তান্তর করল সেনাবাহিনী
গাজীপুরের বিভিন্ন থানার আওতাধীন এলাকা থেকে গত ৫ আগস্টের পর লুট হওয়া বিভিন্ন মডেলের ৩টি পিস্তল, ৫টি শটগানসহ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব অস্ত্র বুঝে নিয়েছেন।
আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লে. কর্ণেল লুৎফর রহমান জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুতমিস, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। এসময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া অনেকে স্বেচ্ছায় কিছু সরঞ্জাম ও অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।
'ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, ৫টি শটগান, একটি ওয়ালথার, ৬টি পিস্তল ম্যাগাজিন, ৪টি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শটগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জাম ১৫টি, পিস্তুল বেল্ট ৫টিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।'
গাজীপুরের জেলা প্রশাসক বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কারো কাছে থাকলে, বা কেউ পেয়ে থাকলে– সেগুলো সেনাবাহিনীর কাছে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, এখন খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে দিয়ে দেওয়া হলে, কাউকে কিছু বলা হবে না, বা কারো বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে, তাকে অপরাধী বলে গণ্য করা হবে, এবং আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।