ছাত্রদল নেতা হত্যামামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম ৯ দিনের রিমান্ডে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ. বি. তাজুল ইসলামের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এ নির্দেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের পাঁচবারের সংসদ সদস্য।
এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাজুল ইসলামকে রাজধানীর গুলশানে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় এনে নয়ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ নভেম্বর বাঞ্ছারামপুর থানা এলাকায় দলীয় কর্মসূচির লিফলেট বিতরণ করার সময় বিএনপি ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইসময় পুলিশ সংঘর্ষ থামাতে গুলি চালায়। এতে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন গুলিবিদ্ধ হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান ও বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলমসহ ৮ জনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলার আবেদন করেন। তবে আদালত তখন মামলার আবেদনটি খারিজ করে দেন।
পরদিন ২০ নভেম্বর বাঞ্ছারামপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে হত্যা, পুলিশের কর্তব্যে বাধা, হত্যার উদ্দেশ্যে মারধর ও সরকারি সম্পদের ক্ষতির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ১৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড়শ'জনকে আসামি করা হয়।
এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে তোলা হয় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে।
মামলার বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান মামুন সাংবাদিকদের জানান, নয়নকে আওয়ামী ক্যাডাররা পুলিশের ছত্রছায়ায় হত্যা করেছিল। তখন আদালতে মামলার আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামের নির্দেশেই মামলাটি খারিজ করা হয়েছিল। এখন মুক্ত পরিবেশ হওয়ায় পুলিশের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।