সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হলেন লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান: আইএসপিআর
লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান গতকাল (২২ আগস্ট) সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নবনিযুক্ত পিএসওকে সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধানরা লেফটেন্যান্ট জেনারেলের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও সেখানে উপস্থিত ছিলেন বলে আজ (২৩ আগস্ট) আইএসপিআরের একটি নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশন লাভ করেন।
এছাড়াও তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), রংপুর এলাকার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।