সাবেক বিচারক মানিককে কারাগারে প্রেরণ; আদালতে তোলার সময় ডিম-জুতা নিক্ষেপ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তোলা হলে আদালত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন।
মানিককে কারাগারে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এ বিচারককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান।
পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। বিকেল ৪টা ২০ মিনিটে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাবেক বিচারক মানিক আটক হন।
সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, প্রথমে স্থানীয়দের হাতে আটক হন শামসুদ্দিন মানিক। পরে তাকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
বিচারক মানিক স্থানীয়দের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে অবৈধভাবে ভারত পালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। আটকের পর স্থানীয়রা তাকে মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেয় বলে দাবি করেছেন তিনি।
শনিবার ভোরের দিকে দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় তৎকালীন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছিলেন সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক।
সে সময় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অতিথি আলোচক হিসেবে উপস্থিত হয়ে টকশোর উপস্থাপিকার সঙ্গে রূঢ় আচরণ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে টকশো শেষ হওয়ার পর ওই উপস্থাপিকাকে 'রাজাকারের বাচ্চা' বলেও তিরস্কার করতে দেখা যায় তাকে।
এ ঘটনায় তখন তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক।
পরে অবশ্য এক আইনি নোটিশের প্রেক্ষিতে তিনি তার ব্যবহারের জন্য ক্ষমাপ্রার্থনা করেন।
৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও দলটির সমর্থকদের মধ্যে সর্বশেষ ধরা পড়লেন তিনি।