দুর্ঘটনা ঠেকাতেই বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে: জ্বালানি উপদেষ্টা
দুর্ঘটনা রোধে বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেছেন, 'আমরা ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির একটি তালিকা তৈরি করেছি। পানি কমলেই আমরা দ্রুত বিদ্যুতের লাইনগুলো চালু করব।'
আজ শনিবার (২৪ আগস্ট) মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের কাছে সৌরবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে জ্বালানি উপদেষ্টা এ কথা বলেন।
অতীতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম হয়েছে- এমন অভিযোগ তুলে জ্বালানি উপদেষ্টা বলেন, '২০১০ সালে একটি আইন পাস করা হয়েছিল, যার মাধ্যমে প্রতিযোগিতা ছাড়াই প্রকল্প নেওয়া হতো এবং খাতিরের লোকদের প্রকল্প দেওয়া হতো। উদ্দেশ্য ছিল অনিয়মের মাধ্যমে বেশি দামে বিদ্যুৎ কেনা ও নানা অজুহাতে গ্রাহকের কাছে বেশি দামে বিক্রি করা।
তিনি আরও বলেন, 'দায়িত্ব নেওয়ার প্রথম দিনই আমি ২০১০ সালের আইনের বাস্তবায়ন বন্ধ করে দিয়েছিল। একইভাবে সরকারের দাম বাড়ানোর ক্ষমতাও বাতিল করা হয়েছে।'