১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি
আজ (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয় এই পদোন্নতির প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
১১৭ উপসচিব ও ২২০ যুগ্ম সচিব পদে পদোন্নতির পর এবার ১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয় এই পদোন্নতির প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
পদোন্নতি প্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয় ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরবর্তীতে তাদের বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হবে।
প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাচমেটদের পদোন্নতির তারিখ ধরে ভূতাপেক্ষ পদোন্নতির কথা উল্লেখ রয়েছে। পদোন্নতির তারিখ থেকেই তারা সরকারের আর্থিক সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে।